নেত্রকোণা জেলায় কেন্দুয়া উপজেলার চন্দগাতী গ্রামের এক সম্ভ্রান্ত ও স্বচ্ছ আওয়ামী পরিবারের সন্তান মরহুম জালাল উদ্দিন ভূঁঞা। তিনি পাকিস্তান আমলে ইউনিয়ন পরিষদের টানা চারবারের নির্বাচিত মেম্বার ছিলেন, যখন নয়জন মেম্বারের ভোটে একজন চেয়ারম্যান নির্বাচিত হত।
তাঁরই সহোদর ছোটভাই পৌরসভা প্রতিষ্ঠাকালীন নির্বাচিত কমিশনার মরহুম ইনছান উদ্দিন ভূঁইয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য,পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
জালাল উদ্দিন ভূঁঞার দ্বিতীয় সন্তান বঙ্গবন্ধুর আদর্শে গড়া পরিবার থেকে জেগে উঠে টানা দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন ভূঁঞা।
উপজেলা ও ইউনিয়ন জুড়ে ছাত্ররাজনীতি থেকে আওয়ামীলীগ রাজনীতির বিভিন্নকর্ম ক্ষেত্রে তাঁর নমনীয়, বিনয়ী অবস্থান সর্বত্র দৃশ্যমান। একটি স্বচ্ছমুখ মোফাজ্জল হোসেন ভূঁঞা।তিনি পারিবারিক ভাবে জ্ঞান ও গুণে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী মহৎ মানুষ। তাঁদের পরিবারের জনপ্রিয়তায় এগিয়ে থাকা জনাব মোফাজ্জল হোসেন ভূঁঞাসহ তাদের মোট ছয়ভাই।
তাদের পরিবারের বড় ছেলে হলেন মাওলানা সাইফুল ইসলাম ভূঁঞা তিনি উপজেলা ইসলামী ফাউন্ডেশনের নিয়মিত কর্মরত,উপজেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছে।
তৃতীয়জন হলেন টানা তিনবারের নির্বাচিত কমিশনার ও সাবেক সফল ভারপ্রাপ্ত পৌর মেয়র জনাব আব্দুল কাইয়ুম ভূঁঞা এবং তিনি পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য,উপজেলা মানবাধিকার আইন কমিটির সভাপতি,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।
চতূর্থজন হলেন প্রথম শ্রেণি ঠিকাদার জনাব আব্দুল হাইয়ুম ভূঁঞা,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত রয়েছেন।
পঞ্চমজন হলেন ময়মনসিংহ রেঞ্জের বারবার পুরস্কারপ্রাপ্ত পুলিশ অফিসার জনাব আব্দুল খায়ের ভূঁঞা।
সর্বশেষজন হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অাবুল মুনসুর ভূঁঞা। যার উপজেলা ছাত্ররাজনীতি অঙ্গনে একনামেই সু-পরিচিত আবুল মুনসুর ভূঁঞা।
পৌর এলাকার চন্দগাতী মরহুম জালাল উদ্দিন ভুঁঞার গর্বিতসন্তান হলেন,উপজেলা জনপ্রিয় একটিমাত্র স্বচ্চমুখ মোফাজ্জল হোসেন ভূঁঞা। তিনি উপজেলা ও ইউনিয়নে অবহেলিত মানুষের সঙ্গে বন্ধু সুলভ আচরণে নিরলস মানসিকতায় স্বচ্ছমুখ হিসেবে দিন দিন মানুষের কাছে পরিণত হয়েছেন এক নন্দিত জনপ্রিয় জনতার মুখপাত্র হিসেবে।
তাঁর বুদ্ধিবৃত্তিক বিকাশ ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলছেন দুর্বার গতিতে প্রায় বিরামহীন পথিকের মতো। পৌরশহরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এস.এস.সি পাস করে কেন্দুয়া ডিগ্রী কলেজ থেকে উচ্চ ডিগ্রীলাভ করেন। ধীরে ধীরে স্কুল ও কলেজ ছায়া চত্বর থেকে জেগে উঠে, উপজেলা সোনালী ব্যাংকের সামনে নিজস্ব রাজনীতির অফিস।
পৌর শহরের বেড়ে উঠা এবং শৈশব কৈশোর এমনকি যুবক বয়সে শহরে থাকায় শহর থেকেই রাজনীতির হাতে খড়ি। ছাত্ররাজনীতি'র মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের পথচলা।
ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ কেন্দুয়া ডিগ্রী কলেজ, যা বর্তমান নাম কেন্দুয়া সরকারী কলেজ নামে খ্যাতি অর্জনের প্রতিষ্ঠান থেকে ছাত্ররাজনীতি অর্জনের সাথে বি.এ পাস করেন। তখনকার বাংলাদেশ ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পেশায়, কর্মে, চিন্তায়, চেতনায়, সামাজিকতায়, নিজের কর্ম দক্ষতায় গ্রাম্য সালিশ বৈঠকে সততা ও নিষ্ঠার জন্য পরিচ্ছন্ন মুখ হিসেবে জনপ্রিয়তা খুড়িয়ে হয়েছেন জনপ্রিয় মানুষ। শিক্ষাজীবনে (শিক্ষা, শান্তি, প্রগতি) এই স্লোগানের পতাকাবাহি প্রধান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক দায়িত্বরত সুনামের পথথেকে পরর্বতী কমিটিতে সাবেক যুগ্ন আহ্বায়ক স্থান দখল করেন, সর্বশেষ উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থাকালীনপথ থেকে তিনি উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেন মোফাজ্জল হোসেন ভূঁঞার নাম ও গুণ।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]