
নেত্রকোণার কেন্দুয়া চিরাং সড়কে অটো রিক্সা সাইড নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা কাশিপুর গ্রামের মতিউর রহমান (২৮) ও তানভীর (১৮) কে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং একেই গ্রামের আকাশ (১৮), মাহবুব (১৫), গাজিউর রহমান (২০) কে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি হন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (০৩ আগ্রস্ট) সকালে চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, রোববার (০২ আগ্রস্ট) কেন্দুয়া-চিরাং সড়কের চিথোলিয়া মোড়ে অটোরিক্সার সাইড দেয়া নিয়ে অটো চালক গাজীউল আলমের সাথে কামরুল, মোবারক, স্বপন গংদের ঝগড়া হয়। রাতে উভয়পক্ষে মারামারির উপক্রম হলে রাত ৩টার দিকে পুলিশ গিয়ে ঝগড়া না করতে বলে আসে। তারা নিষেধ অমান্য করে সোমবার (০৩) আগ্রস্ট সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। এসময় গনি খান, সৈকত, জসিম উদ্দিন, রানা মিয়, জহিরুল ইসলামসহ ৮জনকে আটক কওে আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে সোমবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কে মাইজকান্দি নামক স্থানে অটো রিক্স উল্টে একেই পরিবারের ৪ জন মারাত্মক আহত হয়েছেন। তারা হলেন- উপজেলা ছবিলা গ্রামের আব্দুর রহিম, তার স্ত্রী- হেলানা আক্তার, ৮ বছরের শিশুকন্যা আখিঁ মনি ও লালবাবু মারাত্মক আহত হন। এদের মধ্যে হেলেনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাখাল বিশ্বাস