
আমিরুল ইসলাম তালুকদার: আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যই মাসিক সভায় অংশ হিসেবে বুধবার সকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পরপরই উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
বক্তব্যে তিনি বলেন-আগস্ট মাস শোকের মাস এ মাসে আইন শৃঙ্খলা কমিটির সভায় যা বলতে হচ্ছে, ইউপি চেয়ারম্যানগণ-প্রত্যন্ত এলাকায় থাকেন। এলাকার ভালো-মন্দ সব শ্রেণির লোকজন সম্পর্কে তারা অবহিত আছেন। মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। তাই যুব সমাজ রক্ষায় পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। গুরুত্বের সাথে নিয়ম মেনে কাজ করার জন্য বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের পরামর্শ দেন। এবং সঠিক তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা,উপজেলা ছাত্রলীগের বারবার সভাপতি ও টানাদুবারের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা ,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা বেগম সুমি(শিক্ষিকা), থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সিনিয়র সভাপতি(ভারপ্রাপ্ত) মো: এনামুল হক ভূঞা।
বক্তব্য রাখেন-ইউনিয়ন চেয়ারম্যান বা প্রতিনিধিগণ, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধিবৃন্দ।
উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: কামরুল হাসান ভূঞা সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ।