
মজিবুর রহমান, কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় আপত্তিকর অবস্থায় যুবক-যুবতিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
রোববার বিকাল ৩টার দিকে কেন্দুয়া পৌরশহরের টেঙ্গুরী গ্রামের মৃত সাহেদ আলীর কন্যা রাজিয়ার ঘরে তাদের আটক করা হয়। আটককৃত হলো-টেঙ্গুরী গ্রামের বুলবুল মিয়া কলেজ পড়ুয়া ছেলে জুম্মন মিয়া ও জেলার মদন উপজেলার গাজীপুর গ্রামের জৈনক শফিকুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানায়, রেজিয়া মাদক ব্যবসাসহ নানা অপকর্মে সাথে জড়িত। তার বাড়িতে এমন কর্মকান্ড প্রায়ই হয়। তার বাড়িতে নানা শ্রেণির মানুষ আসে। জুম্মনের চাচা মজিবুর রহমান পৌরসভা কমিশনার হওয়ার প্রভাবে জুম্মন নানা অপকর্মের সাথে জড়িত রয়েছেন বলেও এলাকাবাসী অভিযোগ করেন।
এদিকে আটক যুবক জুম্মন মিয়া জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। তারা দুই জনই কেন্দুয়া সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। যুবক-যুবতীদের আটকের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ জানান, উভয়ের অভিবাবকে খবর দেয়া হয়েছে এবং উর্ধতন কতৃপক্ষের পরামর্শে ব্যবস্থা নেয়া হবে।