ছবি-নেজা: কেন্দুয়ায় গাজাসহ কারবারি বৃদ্ধা মা গ্রেপ্তার: ছেলে পালাতক

মজিবুর রহমানঃ
নেত্রকোনার কেন্দুয়ায় দেড় কেজি গাজাসহ জরিনা আক্তার ( ৬৫) নামে এক বৃদ্ধ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ মে) বিকাল পৌণে ৫টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার মোজাফফরপুর (সৌপাড়া) গ্রামের ধৃত ওই নারীর ছেলে বিদ্যা মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করা হয়। জরিনা আক্তার মোজাফফরপুর (সৌপাড়া) গ্রামের মৃত ডেন্ডু মিয়ার স্ত্রী।
পেমই তদন্ত কেন্দ্রে এসআই সুজন তালুকদার নেতৃত্বে অভিযানে সহায়তা করেন এএসআই মোকাম্মেল, কনস্টেবল রুমি বেগম, জিয়া, ফরহাদ, ফরহাদ।
এঘটনায় এসআই সুজন তালুকদার বাদী হয়ে জরিনা আক্তার ও তার ছেলে বিদ্যা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছন।
এসআই সুজন তালুকদার জানান, মা ও ছেলে মিলে দীর্ঘদিন ধরে মাদক কারবার ছালিয়ে আসছিল। ঘটনার দিন গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ জরিনাকে গ্রেপ্তার করতে পারলেও বিদ্যা মিয়া পালিয়ে যায়। মা – ছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বিদ্যা মিয়াকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় ঘূর্ণি ঝড় ইয়াসে বিধ্বস্ত ভরাপাড়া কামিল মাদ্রাসার ভবন