
মজিবর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় রায়পুর পিজাহাতী দাখিল মাদরাসা এবতেদায়ী শাখার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
মাদ্রাসার নিজস্ব অর্থায়নে গতকাল বুধবার শিক্ষার্থীদের হাতে নতুন পোষাক তোলে দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আলহাজ্ব এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া ও সুপার মো: হারুন অর রশিদ।
নতুন পোষাক পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা। এই পোশাকগুলো খুব যত্ন করে রাখবে বলে জানায় তারা।
এসময় উপস্থিত সহসুপার আজিজুন্নেছা, সিনিয়র মৌলভী মোঃ শফিকুল ইসলাম, তাসলিমা বেগম, আব্দুল ওয়াদুদ ভূঞা, সিনিয়র শিক্ষক, শফিকুল ইসলাম, দেলওয়ার হোসেন ও মনিরুল আলমসহ সকল শিক্ষক এবং কর্মচারিবৃন্দ।