নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুয়ায় এক পোস্টম্যানকে উপর্যুপরি কিল ঘুষি মেরে রক্ত ঝাড়ালেন একই অফিসের পোস্ট মাস্টার।
এঘটনাটি সোমবার (১০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা পোস্ট অফিসে ঘটে।
সুত্রে জানায়, কেন্দুয়া উপজেলার গোগ বাজার পোস্ট অফিসের পোস্ট মাস্টার অলিউল্লাহ বিদেশ সফরের জন্য এক মাসের ছুটির আবেদন করলে তা মঞ্জুর হয়। পোস্ট মাস্টারে দ্বায়িত্ব নিতে পোস্টম্যান শরীফ হোসেন ওপর চাপ দেয় অলিউল্লাহ। এনিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
অলিউল্লাহ বিষয়টি সোমবার দুপুরে উপজেলা পোস্ট মাস্টার এনায়েত হোসেনকে জানালে পোস্টম্যান শরীফকে ডেকে নেন তিনি। কথা এক পর্যায়ে শরীফের ওপর উপর্যুপরি কিল-ঘুষিসহ গলায় চেপে ধরেন পোস্ট মাস্টার অলিউল্লাহ। এসময় শরীফের মুখমণ্ডলের বিভিন্ন অংশে ফেটে রক্ত ঝরতে দেখা যায়। বিষয়টি জানার পর উর্ধতন কতৃপক্ষ উপজেলা পোস্ট মাস্টারকে ওই দুইজনকে সাময়িকী বহিষ্কার করার নির্দেশ প্রদান করেছেন।
পোস্টম্যান কিলঘুষি মারার কথা স্বীকার করে গোগ বাজার শাখার পোস্ট মাস্টার অলিউল্লাহ জানান এটা আমার ভূল হয়েছে।
আহত পোস্টম্যান শরীফ হোসেন জানান,আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করেন তিনি। ব্যক্তিগত কারণে আমি চাকুরী ছেড়ে দিতে চাইছি কিন্তু তিনি আমার ওপর দ্বায়িত্ব দিতে চাপাচাপি করেন। স্যার অফিসে আসতে বলায় আমি আসি। কথা বলার এক পর্যায়ে তিনি ( অলিউল্লাহ স্যার) ক্ষিপ্ত হয়ে আমাকে কিলঘুষি মারতে থাকেন। আমার গলায়ও চেপে ধরেন।
এব্যাপারে উপজেলা পোস্ট মাস্টার এনায়েত হোসেন জানান, বিষয়টি উর্ধতন কতৃপক্ষ জানিয়েছি। স্যার দুজনকে সাময়িকী বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন। আজই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]