
কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় কথার কাটাকাটি জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান হাসান বাবু (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলা সাহিতপুর বাজারের অটো স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এ সময় আরো একজন অটোরিক্সা চালক আহত হন।
নিহত আটোরিক্সা চালক হলেন উপজেলার সাহিতপুর বাজার এলাকার চেংজানা গ্রামের শামীম মিয়ার ছেলে ইমরান হাসান বাবু (২২)। আহত এখলাছ মিয়া (২৫) একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এ ঘটনার সাথে জড়িত সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সুমন মিয়া (২৩) উপজেলার আটিগ্রামের রুকন মিয়া ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, আটিগ্রাম ও চেংজানা গ্রাম একই ইউপির পাশাপাশি অবস্থান।
বৃহস্পতিবার দুপুরে চেংজানা গ্রামের নিহত বাবু’র সাথে আটিগ্রামের সুমনের সাহিতপুর বাজারে অটো স্ট্যান্ডে তাদের মধ্যে তর্ক হয়।
এরই জেরে ঘন্টাখানেক পরে বাবুর ওপর চড়াও হন তারা। ঘটনা দেখে চেংজানা গ্রামের এখলাছ মিয়া এগিয়ে যান বাবুকে বাঁচাতে। এ সময় ছুরিকাঘাতে বাবু ও এখলাছ দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পরপরই সুমন মারা যান। সুমনের লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেজল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওসি আরো জানান, ঘটনার পরপরই চেংজানা গ্রামবাসির মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসি যাতে আটিগ্রামে হামলা চালাতে না পারে সেজন্যে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন খন্দকার ছুটে যান।
পুলিশও সেখানে কাজ করছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।