
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় উৎসবমুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য মাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ , কেন্দুয়া সরকারী কলেজ, জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,পারভিন সিরাজ মহিলা কলেজ,ইসলামি ফাউন্ডেশন, সায়মা শাহজাহান একাডেমীসহ পৌরশহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ইউএনও কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন স্থানীয় সাংবাদিক বৃন্দ,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।