
নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মোড় থেকে দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
গত রবিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ কান্দিউড়া গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী আশরাফুল আলম বিপুল ও কমলপুর মহল্লার রুহুল আমিনের ছেলে উৎপলকে গ্রেফতার করে সোমবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ইয়াবা আদান প্রদানের সময় পুলিশ অভিযান চালিয়ে কেন্দুয়ার
দুই শির্ষ মাদক ব্যবসায়ী বিপুল ও উৎপলকে গ্রেফতার করলেও ৫/৬ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করেছে।
এ ব্যাপারে পুলিশের এএসআই আজহার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১১ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।