
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় মাসব্যাপী হস্ত ও কুটির শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) এ মেলা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন এ মেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব।
এই ব্যতিক্রমী মেলার এবারই প্রথম আয়োজন করায় স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে এর সারা পড়েছে সর্বমহলে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অসীম কুমার উকিল এমপি।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, এসিল্যান্ড মো. রাজিব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, ওসি আলী হোসেন, আওয়ামীলীগ নেতা সামসুল কবির খান, প্রেসক্লাব উপদেষ্টা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল।
প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল এমপি বলেন, মেলা শিল্প সংস্কৃতির একটি অংশ। মূলধারার সংস্কৃতিতে অপসংস্কৃতি প্রবেশ করায় দিন দিন আমাদের সংস্কৃতিগুলো হারাচ্ছি। এই মেলা আয়োজন হওয়ায় এলাকার সকল শ্রেনি-পেশার মানুষের আনন্দ উপভোগ, প্রয়োজনীয় কেনাকাটা ও প্রদর্শিত ইতিহাস ঐতিহ্য দেখে নতুন প্রজন্ম শিক্ষা নিবেন।
তিনি আরো বলেন, রিপোর্ট করাই শুরু সাংবাদিকতা নয়। এলাকার কৃষ্টি কালচার গুলো তুলে ধরাও সাংবাদিকতা। ব্যতিক্রমী এ আয়োজন করায় কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান তিনি।