আমিরুল ইসলামঃ নেত্রকোণা জেলার কেন্দুয়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর রূপালী ক্ষুদ্র বীমা ডিভিশনের মৃত্যু দাবী চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রূপালী ক্ষুদ্র বীমার ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ মহিউদ্দিন সরকারের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম।
রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ পরিচালিত রূপালী ক্ষুদ্র বীমা ডিভিশন কেন্দুয়া সাংগঠনিক কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে তিন জন মৃত্যু গ্রাহকের নমিনীর চেক প্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বরুরা গ্রামের প্রয়াত বীমা গ্রাহক জাহানারা আক্তারের নমিনী স্বামী আব্দুর রাজ্জাক, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া গ্রামের প্রয়াত সুমা বেগমের নমিনী স্বামী মতি মিয়া ও কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হোসনে আরা খানমের নমিনী জহিরুল ইসলাম রিপনের পক্ষে চেক গ্রহণ করেন মিনা রানী পাল। এসময় সকালের হাতে মৃত্যু দাবী চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের ব্রাঞ্চ ম্যানেজার,শাখা ব্যবস্হাপক, মাঠ কর্মী, গ্রাহকবৃন্দ ও সাংবাদিক আবুল কাশেম আকন্দ, কিশোর শর্মা ও হুমায়ুন কবিরসহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]