
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এ্যাথলেটিকস ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ও ১৯ জানুয়ারি কেন্দুয়া পৌরশহরের ঐতিহ্যবাহী জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রেনী ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
প্রথম দিন ‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নেয়।
দ্বিতীয় দিন ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করে ১০০, ২০০, ৪০০,৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ , শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।
ক্রীড়ানুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
এসময় রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসা সহকারী শিক্ষক নরেশ কুমার পুলক,জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা
শিক্ষক মনিরুজ্জামান, মনকান্দা এমইউ আলিম মাদ্রাসার
শরীরচর্চা শিক্ষক লাকি আক্তার, আলহাজ্ব আতিকুর রহমান ভূঁইয়া একাডেমী শরীরচর্চা শিক্ষক নাজমুন নাহার, গণিত তৌহিদুল ইসলাম, সায়মা শাহজাহান একাডেমীর শরীরচর্চা লুৎফুর রহমান আকন্দ, আশুজিয়া জেএনসি শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মো. নাজমুল আমিন, মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ক্রীড়ানুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া। ক্রীড়ানুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।