
নিজস্ব প্রতিবেদক :
নানা কর্মসূচির মধ্যদিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৭ ডিসেম্বর বুধবার বেলা ১১ টার দিকে পুরাতন মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে এক বনাঢ্য র্যালী বের হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুারালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দুয়া উপজেলা শাখার সদস্য সচিব শাহাদাত হোসেন শুভ্র’র সঞ্চালনায় আলোচনা এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আআওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান, সাংবাদিক রাখাল বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জুনাঈদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে ৭ ডিসেম্বর কেন্দুয়ায় শত্রু মুক্ত হয়েছিল।