মজিবুর রহমান :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নির্বাচনী এলাকা নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শনিবার মধ্যরাতে তাঁর সহধর্মিণী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিলকে সঙ্গে সান্দিকোনা ও পৌরসভা এলাকায় কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
রোববার (২ অক্টোবর) সকাল থেকে অসীম কুমার উকিল এমপি কেন্দুয়া উপজেলার দলপা, আশুজিয়া ও নওপাড়াসহ বিভিন্ন
ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
অপরদিকে তাঁর সহধর্মিণী অধ্যাপিকা অপু উকিল নির্বাচনী এলাকা আটপাড়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি মণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেন।
এমপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।
উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার ৪৮টি পূজামণ্ডপে ধুমধামভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। এমপি অসীম কুমার উকিলের নির্দেশনায় এবার সকল পূজামণ্ডপেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মন্ডপগুলোর নিরাপত্তা দ্বায়িত্বে রয়েছে পুলিশ, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক টিম। তাছাড়া পুলিশের ও আনসার বাহিনীর ৪টি মোবাইল টিম নিরাপত্তার দ্বায়িত্বে কাজ করে যাচ্ছেন বলে গেছে।
মন্ডপগুলোর সার্বিক তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও কেন্দুয়া ওসি আলী হোসেন পিপিএম।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]