খলিয়াজুরী কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে খালিয়াজুরী কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে খালিয়াজুরী কলেজ শাখা ছাত্রদল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ, বিশেষ অতিথি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, এস এম ফয়সাল।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল হুদা শামীম, সিনি: যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সাইদ ইমরান, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম পলিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত হৃদয় প্রমুখ।