খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক
মো: আবুল হোসেনঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে যুবলীগের আহবায়ক কমিটির সদস্যকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
আটককৃত আসামী অত্র উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ডেঙ্গু হোসেনের ছেলে মোজাম্মেল হক (৪০)।
শনিবার (১১ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার। তিনি গনমাধ্যমকে জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব আটককৃত ব্যক্তির নিজেস্ব দোকানে ইয়াবা বেচা কেনার সময় তাকে আটক করতে সক্ষম হন।