খালিয়াজুরীতে ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক
মো: আবুল হোসেন:
নেত্রকোণার খালিয়াজুরীতে ২৪ পিস ইয়াবা বিক্রির সময় ৩ মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২ নভেম্বর (শনিবার) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সময় থানা উপ-পরিদর্শক মোঃ রিয়াজুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ খালিয়াজুরী নতুন বাজারের বিজয় সরকারের চায়ের দোকানের সামনে ২৪ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসদপুর গ্রামের চান মিয়ার ছেলে কুতুবউদ্দিন (৫২), চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের জমিরউদ্দীনের ছেলে মোঃ হারুন মিয়া (৩৪) ও আরশেদ আলীর ছেলে দবির আলী (৩৪)।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন আমাদেরকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটককৃত ব্যক্তিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।