খালিয়াজুরীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো: আবুল হোসেনঃ
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে মাজলুম-নির্যাতিত ফিলিস্তিনের প্রতিরোধের পক্ষে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিক্ষোভ মিছিলে উপজেলার সর্বস্তরের শত শত মুসলিম তওহিদী জনতা প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, খালিয়াজুরী ইমাম উলামা পরিষদের সভাপতি হযরত মাও: আব্দুল কুদ্দুস, খালিয়াজুুরী মাদ্রাসার মুহতামিম হযরত মাও: মুফতি নুরুজ্জামান, দারুসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম মাও: হাফেজ মোস্তাকিম বিল্লাহ্, থানা মসজিদের ইমাম ও খতিব মাও: হাফিজুল ইসলাম, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও: আব্দুর রউফ, পুরানহাটি জামে মসজিদের ইমাম ও খতিব মাও: মাহফুজুর রহমান পিয়াস প্রমুখ।
এ সময় তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর দ্রুত হামলা বন্ধের দাবি জানান।