খালিয়াজুরীতে এপিসি প্রকল্পের হাব পদির্শন করেন ইউনিসেফের প্রোগ্রাম কো অর্ডিনেটর
মো: আবুল হোসেনঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে এক্সিলারেটিং ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের হাব পরিদর্শন করেন ইউনিসেফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ইদ্রিছ আলী খান।
বৃহস্পতিবার সারাদিন উপজেলা সদরের হাব পরিদর্শনকালে তিনি আমাদেরকে জানান- ২০১৯ সাল থেকে বাংলাদেশে উক্ত প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।
প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে আসছে। তিনি আরও জানান, প্রকল্পটি বাংলাদেশের ৪১টি জেলা ও ১৬২টি উপজেলায় চলমান রয়েছে।
উক্ত প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশু সুরক্ষা করা। তাই শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন জেলা ও উপজেলায় সর্বমোট ২০৯২টি কমিউনিটি হাব রয়েছে।
তারেই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় সর্বমোট ২২টি শিশু সুরক্ষা কমিউনিটি হাব কার্যক্রম চলছে। প্রতিটি হাব পরিচালনার জন্য ৪ জন করে মোট ৮৮ জন স্বেচ্ছাসেবী উক্ত কমিউনিটিতে সংশ্লিষ্ট আছে।
এছাড়াও উপজেলায় মাঠ পর্যায়ের সুপারভাইজিং করার জন্য কাজ করছেন চিল্ডস রাইটস ফেসিলিটেটর (সি আর এফ) আব্দুল্লাহ খালেদ। তিনি প্রকল্পের বিভিন্ন সেবা পেতে সরকারি অফিস ও কমিউনিটি মানুষের মাঝে সেতু বন্ধন তৈরি করতে সাহায্য করে যাচ্ছে।