খালিয়াজুরীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মো: আবুল হোসেনঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে থানা পুলিশের আয়োজনে এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় খালিয়াজুরী থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (বারহাট্রা সার্কেল) সুমন কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়িক সহ আরও অনেকেই ।
এসময় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যক্রম, জমি সংক্রান্ত সমস্যা, গরু ও শ্যালো মেশিন চুরি, বাজারে দোকানের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে ওপেন হাউজ ডে’তে আলোচনায় গুরুত্ব পায়।