খালিয়াজুরীতে খেলার সরঞ্জামসহ ১৩ জুয়ারী গ্রেফতার
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় জুয়ার বোর্ড থেকে খেলার সরঞ্জামাদিসহ ১৩ জুয়ারীকে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মোঃ সুলতান আহম্মেদের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বেরী মুসলিমপুর গ্রামের জলিল মিয়ার ছেলে সেলিম মিয়া(৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারীকে গ্রেফতার করে।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও জুয়ার বোর্ডে থাকা নগদ ১১ হাজার ৭শত ৮০ টাকা উদ্ধার করা হয়।
নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।