খালিয়াজুরীতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

হাওরপুত্র সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নিবার্চিত

প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

মোঃ আবুল হোসেন:
মদন, মোগনগঞ্জ ও নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাওরপুত্র সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নিবার্চিত হয়েছে।

এই উপলক্ষে খালিয়াজুরীতে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মাটির নের্তৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় নির্বাচন কমিশন এ আসনটিতে নির্বাচনী তফসিল ঘোষনা করেন।