খালিয়াজুরীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
মো: আবুল হোসেনঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে বেসরকারি সংস্থা পপি’র আয়োজনে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা বাস্তবায়নে এ্যডভোকেসী কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৭) নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০.৩০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা পপি’র ডব্লিউ-এল-সি-আর প্রকল্পের আওতাভুক্ত ইউনিয়নসমূহের জন্য প্রস্তুতকৃত দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প ফিল্ড অফিসার মশিউর রহমান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মো: হাসিব- উল-আহসান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি সহ আরও অনেকেই।
প্রকল্পভুক্ত ২টি ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্কুল সেফটি পরিকল্পনা কর্মশালায় শেয়ার করা এবং এর কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করে উক্ত পরিকল্পা বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসী করাই ছিলো কর্মশালাটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এসময়, কর্মশালার মূল বিষয়বস্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন পপি’র মনিটরিং অফিসার মি: সুদাম রুদ্রা।
পরিশেষে, কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মো: হাসিব- উল-আহসান সমাপনী বক্তব্যে বলেন, প্রকল্পভুক্ত স্কুলগুলোতে বড় আকারে প্রোগ্রাম আয়োজন করে রিমোট এরিয়ায় আরও কিছু স্কুল প্রকল্পে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি ইউনিয়নসমূহের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্কুল সেফটি পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানান।