খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩ কৃষক আহত আরও -১

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
ছবিঃ প্রতিকী

শামীম তালুকদার:
নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক তিন স্থানে বজ্রপাতে ৩ জন কৃষক নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হন। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা নাগাদ বজ্রপাতে এই হতাহতের ঘটনা হয়।

নিহত ৩ জন হচ্ছেন, উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। আহত হয়েছেন রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে রনু মিয়া (৩০)।

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বিকাল সোয়া ৫টার দিকে রসুলপুর গ্রামে ধনু নদীর পাড়ে হাওর থেকে কেটে আনা বোরো ধান শুকানোর সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এসময় রুনু মিয়া আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

অপরদিকে, কৃষ্ণপুর ইউৃনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের হাওরে ধান কাটতে গেলে বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন। তখন বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষেদের সদস্য ওমর চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে রাখাল সরকার গরু আনতে যান। এসময় সেখানে বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান রাখাল সরকার।