খালিয়াজুরীতে বন্যার পূর্বাভাস ও বিপদসীমা নির্ধারন সম্পর্কিত আলোচনা সভা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ৩, ২০২৪

মোঃ আবুল হোসেনঃ
বৃহস্পতিবার ২ মে সকাল ১১ টায় নেত্রকোণার খালিয়াজুরীতে স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজ অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল ২) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে বন্যার পূর্বাভাস ও বিপদসীমা নির্ধারন সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা আয়োজন করেন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সহযোগিতায় কেয়ার বাংলাদেশ। কারিগরি সহায়তা করে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি- হাভার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর আফ্রিকা এন্ড রাশিয়া (রাইমস)

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এফএফডব্লিউসি সহকারি ইঞ্জিনিয়ার মো: মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

প্রকল্প ব্যবস্থাপক সুফল-২ পপির ফরিদ আহম্মেদ এর সঞ্চালনায় প্রকল্প পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে ব্যখ্যা করেন কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল কো অর্ডিনেটর উৎকলিত রহমান।