খালিয়াজুরীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

আবুল হোসেন:
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে খালিয়াজুরীতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন করেছে।

কেন্দ্রিয় নির্দেশ অনুয়ায়ী খালিয়াজুরী উপজেলা বিএনপি’র উদ্যোগে দুই দিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল সহ সহযোগী অঙ্গসংগঠন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় কলেজ মাঠ প্রাঙ্গনে সকল নেতাকর্মীগণ কর্মসূচিতে অবস্থান নেন।

এসময় নের্তৃবৃন্দগণ, শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান। এর সাথে তারা অঙ্গীকারবদ্ধ করেন খালিয়াজুরী উপজেলাকে সংস্কার করার এবং নতুন করে গড়ে তোলার।

এছাড়া সমগ্র উপজেলার সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চত ও নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাসহ জনগনের জানমালের নিরিপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিবেশ পরিস্থিতি শান্তি রক্ষার্থে গনসংযোগ করে যাচ্ছেন স্থানীয় নের্তৃবৃন্দগণ।