মোঃ নুর উদ্দিন মন্ডল দুলালঃ
নেত্রকোণার খালিয়াজুরীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের (ফ্রপি) আওতায় উপজেলার কৃষকদের মাঝে গ্রুপভিত্তিক বিনামূল্যে গার্ডেন টিলার ও ললিট পাম্প (এলএলপি) বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ যন্ত্রপাতি বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফ্রপি প্রজেক্টের আওতায় খালিয়াজুরী উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৯টি গ্রুপ গঠন করা হয়। প্রতি গ্রুপে ৩০ সদস্যের মধ্যে ২০ জন পুরুষ ও ১০ জন নারীর সমন্বয়ে গ্রুপ তৈরি করা হয়। এই গ্রুপের মাধ্যমেই ৭০% ভর্তুকির মাধ্যমে পরবর্তী সময়ে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উচ্চমান সহকারী মো. নুর মোহাম্মদ খলিলসহ বিভিন্ন গ্রুপের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত