বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার বানুয়ারী জুয়েল চৌঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজহারুল ইসলাম ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা তরফদার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে মোট ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন চৌঃ ও বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বেরা।
এছাড়াও শ্রেষ্ঠ কাব শিক্ষক রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইস্রাফীল মিয়া, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সুমন মিয়া, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহমেদ মণ্ডল, এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনা এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বুলবুল আহম্মদ মন্ডল, মোঃ রায়হান উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মঞ্জু আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিমাংশু সরকারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়া বলেন, তাদেরকে যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত