খালিয়াজুরীতে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত
খালিয়াজুরী প্রতিনিধিঃ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”-এই স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন- মোহনগঞ্জ ও খালিয়াজুরী (নেত্রকোণা- ৪) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান (এমপি)।
উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বানী জব্বার, ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার,সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইসহাক ও আবুল কালাম আজাদ প্রমুখ।
জাতীয় স্থানীয় সরকার দিবসের ওপর গুরুত্বারোপ করে বক্তারা আলোচনা করেন। তিন দিনব্যাপী উক্ত উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৩৩ টি ষ্টল তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন ও সেবা প্রদান করেন।