খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হাবিবুল্লাহ
খালিয়াজুরী প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী সরকারের পতনের পর খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবটি ভাংচুর করা হয়।
এতে উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির দৃশ্যমান কোন কার্যক্রম না থাকায় প্রেসক্লাবের সাধারণ সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা ১ টায় খালিয়াজুরী উপজেলা পরিষদ হলরুমে একটি সাধারণসভা অনুষ্ঠিত হয়।
এতে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্তি ঘোষণা করে দৈনিক সংগ্রাম ও জননেত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে ও জিয়াউল হক হিমেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান কেষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, সদস্য মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দেবরায় খোকন, আবুল কালাম, সাইফুজ্জামান সোহান, সুজন বিশ্বাস, সেলিম আহমেদ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসিফুজ্জামান উজ্জ্বল, আলী হাসান চৌধুরী পিন্টু, এরশাদুল আলম শাহীন, মেন্দিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, খালিয়াজুরী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, খালিয়াজুরী যুবদলের আহবায়ক এনামুল হক ছুটন, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, খালিয়াজুরী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন প্রমুখ।