মো: আবুল হোসেন:
নেত্রকোণার খালিয়াজুরীতে উপজেলা শাখা সংসদ এর উদ্যোগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় সাহিত্য সংসদের হলরুমে উক্ত আলোচনা সভায় সংসদ শাখার সভাপতি জহরলাল দেবরায় এর সভাপতিত্বে মো: আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী কলেজের প্রভাষক মন্তোষ বর্মনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংসদ শাখার সদস্যবৃন্দ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]