
খালিয়াজুরী প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরীতে ২০২২ সালে অনুষ্ঠিত এস.এস. সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ১ম বারের মত সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) খালিয়াজুরী পাইলট উচ্চবিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেপিরায়, উপজেলা কৃষিসম্প্রসারন অফিসার আপেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, একাডেমিক সুপার ভাইজার, মোঃ মুস্তাফিজুর রহমান, পরিচালন ও উন্নয়ন প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক স্বাগত সরকার শুভ প্রমুখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেপি রায় বক্ত্যবে বলেন, প্রথম বারের মত উপজেলা প্রশাসনের উদ্যোগে এরকম উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা বলেন, এরকম সংবর্ধনা অনুষ্ঠান করতে পারায় আমাদের ভাল লাগছে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন