
নেত্রকোনার খালিয়াজুরীতে ওসি এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে এস আই মোঃ বশিরুল আলম, এ এস আই হরিপদ চন্দ্র পাল, এএস আই তুলা মিয়া, এএস আই আজিজুল হক সহ আরও ৩জন সঙ্গীয়ফোর্স আদাউড়া গ্রামে এবং ২য় অভিযানে এস আই হানিফউদ্দিন, এএস আই ইউনুস আলী সঙ্গীয় ফোর্স সহ ৩জনকে নিয়ে একই দিনে ১ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে সাড়ে ৩ কেজি গাজাসহ ৫ কারবারীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
বুধবার (২১ অক্টেবর) বিকালে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া গ্রামে ৩ কেজি গাজাসহ ৩ জন এবং চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের লঞ্চঘাট এলাকা থেকে মহিলা ২ জনকে আধা কেজি গাজাসহ আটক করা হয়।
আদাউড়া গ্রামের আটকেরা হলেন
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার উজানগাও গ্রামের মৃত আবু মিয়ার ছেলে সাকিব মিয়া (২২), দৌলতপুর গ্রামের মৃত সিকান্নদর ফকির এর ছেলে মোঃ শহিদ মিয়া (৫৫) , উজানগাও গ্রামের আব্দুর সবুর তালুকদারের ছেলে শফিকুন নূর তালুকদার (৩৫) ।
লেপসিয়ার লঞ্চঘাটের আটকেরা হলেন
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার রানিচাপুর গ্রামের মোঃ হাফিজুদ্দিন এর স্ত্রী মোছাঃ বেগম আক্তার (৩৫) লেপসিয়া গ্রামের মোঃ শহীদ মিয়ার স্ত্রী হাফিজা খাতুন (৪০)
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, গোপন সংবাদ ছিল বিক্রির উদ্দেশ্যে গাজা বহন করছিল ওই পৃথক দুটি দল। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাজা জব্দ করে পুলিশ, তাদের বিরুদ্ধ থানায় মাদক দ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দিয়ে তাদেরকে নেত্রকোনায় আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করেন..