খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নেত্রকোণার চল্লিশা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

কাওসার খান রনিঃ
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নেত্রকোণা সদর উপজেলার চল্লিশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর চল্লিশা উনিয়ন বিএনপির উদ্যোগে রেলওয়ে স্টেশনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শামীম খান, চল্লিশা ইউনিয়ন বিএনপির নেতা একলাছ খান, কৃষক দলের সভাপতি তাইজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক রুবেল, সদস্য সচিব আব্দুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেধাবী ছাত্র নেতা সোহাগ হাসানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ যে, এদিন জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জেলা শহরের বলাইনগুয়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেলসহ নেতাকর্মীরা।