গরুসহ চোর আটক

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় গরুসহ ফরিকুল ইসলাম (২৮) নামে গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার চিরাম এলাকা হইতে ১টি ষাড় বাছুর ও ১টি গাভীসহ তাকে আটক করা হয়। ফরিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলা চিরাম ইউনিয়নের কেশবপুর গ্রামে সোমবার রাতে ২টি গরু চুরি হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মুন্তাজ আলী সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় লোকজনের সহায়তায় একই রাতে চিরাম এলাকা হইতে ১টি ষাড় বাছুর ও ১টি গাভী আটক করে থানায় নিয়ে আসেন। পরে মঙ্গল দুপুরে তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।