গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

রাজেশ গৌড়ঃ
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বর ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সাধারণ জনতার প্রতি সংহতি জানিয়ে সুসং সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলা সাড়ে এগারোটায় এক বিশেষ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে- জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন।

দুর্গাপুরের ব্যতিক্রমধর্মী পরিবেশবাদী সংগঠন জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাবের মিয়ার সঞ্চালনায় এবং সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে, মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ রমজান আহমেদ সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নাঈম খান এবং সাধারণ শিক্ষার্থীসহ জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিবাদ সভায় দপ্তর সম্পাদক মোঃ নাঈম খান বলেন,
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নারী ও শিশুদের উপর যে বর্বর হামলা হচ্ছে, তা বিশ্ব মানবতার লঙ্গন। এটা কোনভাবেই সভ্য পৃথিবীর দৃষ্টান্ত হতে পারে না ।

সহ-সভাপতি মোঃ রমজান আহমেদ সৌরভ বলেন, আমি একজন মুসলিম হিসেবে বিশ্ব মুসলিম উম্মাহ কাছে আকুতি জানাই, আপনারা এই অত্যাচারিত ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ান, তাদের রক্ষা করুন। আওয়াজ তুলুন ।

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, ফিলিস্তিনবাসী আজ তাদের নিজ ভূ-খণ্ডেই পরাধীন। অথচ জাতিসংঘসহ অপরাপর আন্তর্জাতিক মানবিধাকার সংগঠনগুলো আজ নিষ্ক্রিয়। যা কখনোই তাদের এ নিঃষ্কিয়তার দায় এড়াতে পারে না।

সাধারণ শিক্ষার্থীদের কথা তুলে ধরে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, গাজা, রাফাল্লাহ ও পশ্চিম তীর আজ বিশ্ব মানবতার ধ্বংসস্তুপস্বরুপ । এখানে প্রতিদিন নারী ও শিশু নির্বিচারে হত্যা করা হচ্ছে। দূর পাল্লার ক্ষেপণাস্ত্রসহ আনবিক অস্ত্র ব্যবহৃত করা হচ্ছে।
এমনকি যুদ্ধ বিরতির নিয়মও মানা হচ্ছে না। আল আকসার মত পবিত্র স্থাপনাও আজ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ পুরো বিশ্ব আজ নিশ্চুপ। ইহুদি জায়নবাদীদের এ অপতৎপরতা আর চলতে পারে না তাই আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে এদের উৎপাদিত সকল পণ্য আমদানি বন্ধ করা এবং প্রতিবাদে সোচচার হওয়া । আমরা এই বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনবাসীর পূর্ণ স্বাধীনতা চাই।