১
ভালোবাসা রং পাল্টে
সময়ে ভালোবাসা রং পাল্টে যেতে শিখে
যখন জীবন বদলায়
আর পুরোনো দিন তখন বড্ড ফিকে
অতীতের সব আত্মবিসর্জন যায় ভুলে
নতুন খুঁজে মনের পাতা
না পাওয়ার দিনগুলো হারায় সমমূলে
অতীত তখন কাঠগড়ায় কিছু না শিখায়
বিচারক নিজেই রং বদলে
নতুন চাওয়া পাওয়ায় ভালোবাসা বিকায়
স্বার্থপরতার ভীড়ে জীবন ক্লান্ত অসার
নতুন করে খুঁজে প্রেম
তখন হিংস্রতার তোড়ে ভাঙ্গে সংসার
আসল নকল সব যেন একাকার হয়
পুরনো আসবাব যেন বদলের
শুধু অপেক্ষা আর ত্যাগ যতদিন রয়
সংসার আসলে রূপ পরিবর্তনের জাল
সকল কিছু তোমার
যতক্ষণ ধৈর্য্য আর ভাগ্য মিলায় তাল।।
২
গাঁয়ে মানেনা আপনি মোড়ল
গাঁয় মানে না আপনি মোড়ল
যে পাতে খাই আরামছে বসে
সে পাতই করে যায় খোড়ল।
নেগেটিভ কথায় ভাইরাল হতে
জুড়ে দেয় অতি প্যাঁচাল ঘুরিয়ে
গ্রহণ না করুক সকলের মতে।
উস্তাদি চলে গ্রামে গঞ্জে ঘুরে
ক্রেস্ট পেতে মরিয়া অতি তবু
হিসাবে কড়া পরিকল্পনা সুদূরে।
আচরণ এমন করে না তোয়াক্কা
মুখে যা আসে অপমানে ব্যাস্ত
ঝোপ বুঝে মারেন চার ছক্কা।
বাড়াবাড়ি অতি পাণ্ডিত্য ঝারে
আমি সেরা কেউ না ডাকলেও
বারবার কৌশলে প্রমাণ করে।
মারপ্যাঁচের কায়দা স্বভাবে রপ্ত
অতি বেশি বুঝাতে সেরা চালে
কৌশলে ছুরি চালায় নয় অনুতপ্ত।
৩
হে জনগণের সেবক
সকালের পত্রিকায় অথবা সংবাদ এর
হেডলাইন হতে কি আপ্রাণ চেষ্টা তোমাদের!
আজ দিনাজপুর, তেতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,কম্বল বিলানোর ছবি এসেছে
আদৌ কি সেই কম্বলে শীত নিবারিত হবে তাদের?
এত পাতলা আর এত নরম কম্বলে!
শুধু হেডলাইন হতে নির্বাচিত তুমি?
জনগণের টেক্সের টাকায় তোমার বেতন
জনগণের ভোট লোফে তুমি সাংসদ
তাদের সাথেই প্রতারণা!
খোঁজ নিয়েছ সেই কৃষকের, মেয়ে বিয়ের
যৌতুকের টাকা দিতে গিয়ে হালের গরু বিক্রি করে
যে কৃষক চাষ ছাড়তে বাধ্য হয়েছে তার?
খোঁজ নিয়েছ সেই জরিনার, মা হতে গিয়ে
যে টাকার অভাবে লাশ হলো সন্তান রেখে?
খোঁজ নিয়েছ সর্বস্ব খুইয়ে যে বাবা – মা
সন্তানটিকে পড়িয়েছে অথচ চাকরির অভাবে হকার?
খোঁজে দেখ ওমর হয়ে মানুষের দ্বারে দ্বারে
কত অসহায়ের কান্নার ধ্বনি শুনতে চাও তুমি?
রাজা ভেবে নিজেকে হাকাও কোটি টাকার গাড়ি
ছিল না তো সেসব আগে!
কেমন করে পেলে এসব জবাব খোঁজ নিজে।
বাজার নিয়ন্ত্রণে নেই, দোষ সিন্ডিকেট এ?
সেসব তোমাদেরই তৈরি নইলে লাখপতি তুমি
কিভাবে হও এত কোটিপতি?
নীতিহীনদের উদয়ে নৈতিকতা নিয়েছে বিদায়
হে জনগণের সেবক তুমি তো দায়বদ্ধ
হিসেব তোমাদের দিতেই হবে আজ না হোক কাল।।
৪
ট্রান্স জেন্ডার
নিন্দা করি প্রকৃতির
বিরুদ্ধাচরনকারীদের
মন ও মানসিকতাকে
কু পথে পরিচালিত তারা
কুশিক্ষা তাদের মননে
ক্রমশ বেড়েই চলছে এসব।
লূত( আঃ) এর সময় এমন
গোষ্ঠী যখন ধ্বংস হয়েছিল
গজবে নিপতিত হয়ে।
আজ বিশ্বময় একই চিত্র
সমকামী সকল লোক
ভীষণ সাহসী আর বেপরোয়া
পুস্তকের পাতায় তাদের ছবি
লজ্জাহীনতার মুকুটে ছাওয়া।
ধ্বংসের চরমে চলছে
প্রকৃতির অস্বীকৃতি
কামের খোলসে ছদ্মবেশ
প্রতারণা জীবন থেকে
প্রতারণা প্রকৃতির সঙ্গে
সৃষ্টিকর্তার দান অস্বীকার
এ সাহস শুধু কাম আর লালসায়
পূর্ণ চরিত্রহীন লম্পটের।
বিকলাঙ্গ মানসিকতা
সমাজ, সংসারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো
বাবা মা হওয়ার পবিত্র বন্ধনকে
অস্বীকার করে লাম্পট্য।
ইচ্ছে করলেই কি সব জায়েজ?
আইন কেন, কারাগার কেন?
আমার খুনি হতে ইচ্ছে করে,
ডাকাত হয়ে ব্যাংকের কোটি কোটি
টাকা নিজের ভাবতে ইচ্ছে করে,
প্রধানমন্ত্রী হতে ইচ্ছে করে
আরও অনেক কিছু
কই হতে তো পারি না
বিবেচনা, বিবেক আমাকে বাধা দেয়
ছেলে হতে ইচ্ছে করলে!
মেয়ে হতে ইচ্ছে করলেই কেন তবে।
৫
কষ্টগুলো
কষ্টগুলো যত্ন করে রেখে দিয়েছি খামে
আসবে একদিন উত্তর তার আমার নামে
আমি তখন অনেক দূরে নীল গগনতলে
হাপিত্যেশ চলবে সবার আসবে দলে দলে
একটু খানি জিরিয়ে নিয়ে আবার পথ চলা
সপ্তম আকাশ দেব পাড়ি শূণ্য সকল বলা
তখন কষ্ট গুলো ভাসিয়ে দিও সাগরের বুকে
খামটি রেখো যতন করে আমার স্মৃতির শোকে
আমি কত কষ্ট নিলাম জানি হিসাবে না ধরে
আর হিসেব কেন? গেছিই হয়ত তখন মরে
আমার না বলা কথা সাগর স্রোতে মিশে
নিরুদ্দেশে ঘুরে আসবে না সহসা নিমিষে
ভয় পেও না অভিযোগ, অনুযোগ করব না
কষ্ট গুলো মনের কোনে বন্দী সরব হতে মানা
দুঃখ দিনের কত স্মৃতি জমা বেদনার নীল খামে
রেখেছি মনে পোষে নালিশ দিব না কারো নামে।।