
রাকিব হোসেনঃ
বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক “গুণীজন সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড ২০২৩” পেলেন বাংলাদেশের গর্ব কুষ্টিয়ার মেয়ে গীতিকবি সাহিত্যিক ও সাংবাদিক ভাষা সৈনিক কন্যা সৈয়দা রাশিদা বারী। তাকে সাহিত্যর সকল শাখায় বিশেষ অবদানের সীকৃতি স্বরূপ ‘সাহিত্য সাগর’ উপাধিতে ভূষিত করা হয়।
বন্ধন কালচার ফোরামের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তন প্রজেকশন হলের ২য় তলায় গুণীজন সম্মাননা ও বন্ধন এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলার আলোচিত বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা, বন্ধন কালচারাল ফোরামের সদস্যদের হাতে তুলে দেয়া হয় উক্ত সম্মাননা অ্যাওয়ার্ড ও একটি স্বীকৃতি মূলক সনদপত্র।
এ সময় বাংলাদেশ বেতার সিনিয়র ব্রডকাষ্টার জুবায়ের আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড প্রথম সচিব খন্দকার নাজমুল হক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মহাপরিচালক জসীম উদ্দিন, পরিবেশ অধিদপ্তর পরিচালক জিয়াউল হক, প্রকৃতি ও জীবন ফান্ডেশনের চেয়ারমেন মুকিত মজুমদার বাবু, রেমিটেন্স যোদ্ধা ও বন্ধন উপদেষ্টা আবুল কাসেম মোঃ সালেহ, শামসুন্নাহার আজিজ লীজা, ডাঃ মোঃ ফেরদৌস খাঁন আলমগীর, বাংলাদেশ বেতার সিনিয়র ব্রডকাষ্টার মহাসচিব ও বন্ধন কালচার ফোরামের প্রতিষ্ঠাতা শেখ নজরুল ইসলামসহ প্রমূখ।
সৈয়দা রাশিদা বারী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সন্তান। তিনি লিখে চলেছেন অনবরত বিভিন্ন বই, ম্যাগাজিন। লিখছেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়। তার গবেষণাধর্মী কয়েকটি বই বেশ পাঠক প্রিয়তা পেয়েছে। তাছাড়াও লিখে চলছেন কবিতা, গান।
তিনি সাংবাদিক হিসেবেও বহুল পরিচিত। তিনি জাতীয় সচিত্র মাসিক ‘স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
তিনি শতাধিক গ্রন্থের একক রচয়িতা এবং সাহিত্য – সংষ্কৃতিতে আন্তর্জাতিক পুরুস্কার সহ বহু পুরুস্কারে ভূষিত।