গৌরীপুরে বর্ণিল আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাটবাজারে রোববার (১০ নভেম্বর)জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য সমাবেশ ও শহরের প্রধান সড়কে বর্ণিল শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আগামী নির্বাচনে গৌরীপুর থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান।
প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উদযাপন কমিটির আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, সদস্য সচিব মো. ফারুকুল ইসলাম (ভিপি ফারুক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ এমদাদ হোসেন তালুকদার সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,মোঃ আবদুর রহমান বাবুল সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,আলী আকবর আনিছ সাবেক সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা স্বেচছাসেবক দল, মোঃ শাহজাহান কবির হীরা সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরীপুর পৌর বি এন পি, এম এ সাত্তার, জিয়াউর আবেদীন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, উত্তর জেলাযুবদলের সহ-সম্পাদক শোয়েব মুনশী, সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য আতাউর রহমান তারা,মোঃ আঃ সালাম মাষ্টার সাবেক সভাপতি ১০ নং সিধলা ইউনিয়ন বি এন পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির,যুগ্ম আহ্বায়ক একদিল হোসেন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম, এম এ বাসার ঝুলন,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর, শাকিব মুন্সী, শামসুউদ্দীন মাষ্টার, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।