গ্রামের বাড়ি কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত
মজিবুর রহমান :
প্রয়াত নন্দিত কথাসাহিত্যক ও নাট্যকার হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) লেখকের গ্রামেরবাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ দিনটি উদ্যাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও হুমায়ূনভক্তরা।
এ উপলক্ষে সকালে প্রথমেই লেখকের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এ সময় অন্যদের মধ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার,থানার পরিদর্শক (তদন্ত)ওমর কাইউম, প্রধান শিক্ষক আসাদুজ্জমান, ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী ও সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু উপস্থিত ছিলেন।
এ ছাড়া শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও হুমায়ূনভক্তরাও অংশ নেন। পরে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ ও জন্মদিনের কেক কাটা হয়।
এ ছাড়া ইউএনও ইমদাদুল হক তালুকদারের পরিচালনায় “আগুনের পরশমণি” চলচ্চিত্রের শিক্ষণীয় দিক নিয়ে বিশ্লেষণ করা হয়। পাশাপাশি কুইজ, কবিতা আবৃত্তি, লেখকের রচিত নাটক-সিনেমার অংশবিশেষ নিয়ে অভিনয়ও চলে।
ইউএনও ইমদাদুল হক তালুকদার, টিভি শিল্পী প্রদীপ পণ্ডিতসহ শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ দর্শকমহল। শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার অতিথিরা।