ঘরের খাটের নিচে মিলল ভারতীয় মদ, স্বামী-স্ত্রী আটক
রাজেশ গৌড়ঃ
ভারত থেকে চুরাইপথে আসা ভারতীয় মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করলো পুলিশ। সেই সময় মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী কেও আটক করা হয়।
ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের। আজ রবিবার বিকেল অভিযান চালিয়ে মদ উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সনিয়া (২৭)। তারা ভারত থেকে চুরাইপথে মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রীকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান,এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।