
কলমাকান্দা থেকে রীনা হায়াৎ :
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে নতুন নিয়োগ পেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী সাদেকা তামান্না নিপা ।
জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের নব নিযুক্ত প্রভাষক সাদেকা তামান্না নিপা নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো: আব্দুল হাই স্যারের মেয়ে।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদেকা তামান্না নিপা বলেন, একজন আদর্শ শিক্ষিকা হতে চাই। শিক্ষার্থীদের মাঝে নিজের অর্জিত জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করবো। সুযোগ পেলে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের শিক্ষকতার পদার্পন রাখতে চাই।
এছাড়াও সদ্য প্রভাষক সাদেকা তামান্না নিপা বলেন, বিষয়টি অতি আনন্দের। নিজের ক্যাম্পাসে নিজের ডিপার্টমেন্টে কর্মজীবন শুরূ করবো এটা আমার স্বপ্ন ছিল। এ সাফল্যের পিছনে বিশেষ কৃতজ্ঞতা আমার বাবা, মা ও শিক্ষকদের প্রতি। তাদের সঠিক দিক নির্দেশনায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি।
উল্লেখ্য, আজ রবিবার (৫ই মার্চ) তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করবেন বলে জানান।