ঢাকাইয়া ছবির শীর্ষ নায়ক শাকিব খান। নিজের অভিনয়ের কারণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মাঝখানে নিজের ব্যক্তিগত কারণে খানিকটা সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।
করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো শুটিং ফ্লোরে ফিরতে শুরু করেছেন অভিনয় শিল্পীরা। আর তাই এবার নতুন ছবিতে নতুন চরিত্র নিয়ে ফিরছেন ঢালিউডের এই নায়ক।
নাম ঠিন না হওয়া নতুন এই ছবিটি পরিচালক সাফিউদ্দিন সাফি। তিনি বলেন, মৌখিকভাবে ছবিটি নিয়ে প্রযোজক ও নায়কের সঙ্গে আলোচনা হয়েছে আমার। এখনো কিছু চূড়ান্ত হয়নি। তাই এই মুহূর্তে আমার পক্ষে ছবিটি নিয়ে কিছু বলা উচিত হবে না।
‘ওয়ার্নিং’, ‘বসগিরি’ মতো ব্যবসাসফল ছবির প্রযোজক টপি খান বলেন, নাম ঠিক না হওয়া তার নতুন ছবিতে নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। আরিয়ানা ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করবেন দক্ষ ও জনপ্রিয় নির্মতা সাফিউদ্দিন সাফি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারো জুটি হয়ে আসছেন সাফি-শাকিব।
প্রযোজক টপি বলেন, অনেক আগে থেকেই দেশের সেরা নায়ক শাকিব খানের সঙ্গে একটি ছবির পরিকল্পনা চলছিলো। বেশকিছু কাজ গুছিয়েও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সব বন্ধ রাখতে হলো। তবে শাকিব খানের আন্তরিকতা দেখেই দ্রুত কাজটি শুরু করতে চাইছি। এ ছবির গল্প লিখছেন নন্দিত চিত্রনাট্যকার মাসুম রেজা। সম্পূর্ণই মৌলিক ও নতুন আমেজের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হবে।
শাকিব খানের চরিত্রে ব্যপারে টপি খান বলেন, এখানে শাকিব খানের লুক চরিত্র সবই নতুন। যা দর্শককে আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। সেইসঙ্গে সাফিউদ্দিন সাফি ইন্ডাস্ট্রির একজন সফল নির্মাতা। শাকিব খানের সঙ্গে তার কাজের বোঝাপড়াও বেশ ভালো। সবকিছু মিলিয়ে আশা করছি দারুণ কিছু হবে।
আগামী সপ্তাহেই চূড়ান্ত চিত্রনাট্য হাতে নিয়ে জমকালো আয়োজনে ছবির নাম ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করলেন টপি খান
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]