কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার প্রয়াত কবি বীর মুক্তিযোদ্ধা মঞ্জরুল হক তারা গতকাল সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপজেলার সর্বস্তরের জনগণ।
রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নাগাদ মারা গেছেন তিনি। এই মৃত্যুতে বিধ্বস্ত তাঁর স্ত্রী ও দুই ছেলে এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী।
আজ বিকেল ২ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রামের বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
উপজেলা আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. মুসলিম উদ্দিনের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি মঞ্জরুল হক তারা ২০০৬ সাল থেকে সাহিত্যের জগতে প্রবেশ করেন তিনি। তারপর অল্প সময়েই অনেক কবিতা, উপন্যাস ও গল্প লিখে সাফল্য সুনাম কুড়িয়েছেন তিনি। কবি মঞ্জরুল হক তারা প্রয়াণে শোকস্তব্ধ কবিতা অঙ্গনের সাহিত্য প্রেমীরা।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত