চল্লিশা বাজার কমিটির বিশিষ্ট ব্যবসায়ীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাওসার খান রনিঃ
নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার কমিটির মরহুম বিশিষ্টব্যবসায়ীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চল্লিশা বাজারের ধান মহালে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার ঐতিহ্যবাহী চল্লিশা বাজার ব্যবসায়ী সমিতি।
সমিতির সভাপতি ডাক্তার আব্দুল আজিজের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন চল্লিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার ফকির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সভাপতি এ,কে,এম নাজমুলহুদা রতন, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুল হাসেম, হাফেজ নজরুল ইসলাম আব্দুল জলিল, এনামুল হক, জুবায়ের হোসেন, আলমগীর হোসেনসহ ব্যবসায়ীগণ।
এসময় মরহুম বিশিষ্ট ব্যবসায়ী মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সভাপতি মুস্তাফিজুর রহমান আকন্দ, সুন্দর খা, মাহফিজ উদ্দিন, আব্দুল খালেকসহ ১২ জন মরহুম ব্যবসায়ীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।