চাঁদাবাজ-সন্ত্রাসীর কোন ছাড় নেই -আহমদ হোসেন এমপি
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নেত্রকোনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার (২০ জানুয়ারি) বিকালে ৫২তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়োব আলী, নিজাম উদ্দিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, ইউপি চেয়ারম্যানগন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।