চাকুরি নিয়মিত করণের দাবিতে নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
এ কে এম আব্দুল্লাহঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগনকে হয়রানী করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক বি আর ইবি- পি বি এস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে তাদের যুক্তিক দাবী দ্রুত বান্তবায়ন করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান খান, বিলিং সহকারী অঞ্জনা চক্রবর্তী, ধর্মপাশা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান, কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তাপস দেবনাথ, ডেপুটি জেনারল ম্যানেজার আবুল কালাম আজাদ, মদন উপজেলার ডিজিএম ফিরোজ আহমেদ, দূর্গাপুর উপজেলার ডিজিএম দেলোয়ার হোসেন, পূর্বধলার ডিজিএম গোলাম মর্তুজা, সদর দপ্তরের প্রকৌশলী আবু সাইদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।