চারণ কবি মুকলেছ উদ্দীনের পঞ্চম কবিতার বই প্রকাশ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

ফয়সাল চৌধুরীঃ
প্রকাশিত হয়েছে চারণ কবি মুকলেছ উদ্দীনের
পঞ্চম কবিতার বই রক্তে ঝড়া জুলাই ২০২৪, আজ এখন সময় তোমার ন্যায্য অধিকার আদায় করার শিরোনামে “অধিকার” কাব্যগ্রন্থটি।

ঐকতান প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছে। এই বইটির প্রচ্ছদ করেছেন মাকসুদা মুন্নী, গ্রন্থস্বত্ব করেছেন ইব্রাহিম হাসান (হৃদয়), প্রকাশক এ.কে এম আনোয়ার উদ্দিন টুটুল, ঐকত্যান প্রকাশনীর এই বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

৪৯টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। বইটির বিষয়ে চারণ কবি মুখলেছ উদ্দিন বলেন, আমি চারণ কবি মুখলেস উদ্দীন, জুলাই -আগস্টে প্রেক্ষাপটে বইটি রচনা করেছি, ২০২৪ এর জুলাই -আগস্ট মাস যেন কবিতার
পাতায় আবদ্ধ থাকে, সেই লক্ষ্যে বইটি রচনা করেছি, বইটিতে মীর মুগ্ধ, আবু সাঈদের ঘটনাবলী কবিতার
মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আশা করি বইটি পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের একটি নিদর্শন হয়ে থাকবে।

বইটি নেত্রকোণার বিভিন্ন লাইব্রেরী ও জেলার বিভিন্ন উপজেলার লাইব্রেরীতে পাওয়া যাবে এ ছাড়াও রকমারীতে পাওয়া যাবে। মোবাইলে অর্ডারের মাধ্যমে বইটি নেয়া যাবে- ০১৭২৩৪৫৫৯১৮