চিন্তার চাষ সম্মেলন: স্বাস্থ্য গবেষক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন কেন্দুয়ার অধরা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী স্বোপার্জিতা হক তালুকদার অধরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য গবেষক নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (৫ অক্টোবর) স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আনুষ্ঠিত নবম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৪ এ স্বোপার্জিতাকে স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়। পরে তার হাতে শ্রেষ্ঠত্ব পদক তুলে দেন অতিথিরা।

শ্রেষ্ঠ স্বাস্থ্য গবেষক নির্বাচিত স্বোপার্জিতা হক তালুকদার অধরা কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমদাদুল হক তালুকদারের কন্যা। মেয়ে সাফল্যে উচ্ছ্বাসিত বাবা ইউএনও মো. ইমদাদুল হক তালুকদার ও মা জান্নাতুল ফেরদৌস বন্যা। তারা মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করছেন।

জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান,স্বোপার্জিতা হক তালুকদার অধরা একজন মেধাবী শিক্ষার্থী। তার এই সাফল্যে আমাদের বিদ্যালয়কে গর্বিত করেছে। আমরা খুবই খুশি হয়েছি। তার জীবনের উন্নতি কামনা করি।